শনিবার (২৭ মে) বিকেলে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার।
সমাবেশে প্রধান অতিথি বলেন, যারা সভা-সমিতিতে বাধাগ্রস্ত করবে, গুম-খুনের সাথে যারা জড়িত থাকবে, যারা মিথ্যা মামলা দিয়ে নির্বাচনের শ্রেষ্ঠ ব্যবস্থাকে বাধাগ্রস্থ করবে, যারা সভা-সমাবেশ বন্ধ করার চেষ্টা করবে, তাদের তালিকা করে ভিসা বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, এই ভিসার নীতিমালা শেখ হাসিনার দফতরে এসেছে এই মাসের ৩ তারিখে। কিন্তু সেই নীতিমালার চিঠি তারা পকেটে লুকিয়ে রেখেছে। কেন লুকিয়ে রেখেছে? কারণ, যুক্তরাষ্ট্র বলেছে আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে।
ভিসা নীতিমালার বিষয়টি আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্রের ওয়েবাসাইটের মাধ্যমে। এই নীতিমালা দেখে প্রশ্ন উঠে, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশের ওপর বিচার বাধাগ্রস্ত করার জন্য কোনো ধরনের সিদ্ধান্ত কোনো দেশ থেকে আসেনি। এই প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে। পুরো জাতিকে লজ্জিত করেছে বলেন তারা।
মোঃ সামছুল হক শামীম
+ There are no comments
Add yours