প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে।
ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে এ ঘটনায় রহমানের ছেলে ও ভাগনেসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
শনিবার (২৭ মে) দুপুরে তিন জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী। গ্রেফতারকৃতরা হলেন আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয় (২৩), ভাগনে ইসমাইল হোসেন রাকিব (২২) এবং ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদ হোসেন (২৪)।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দোতলার একটি কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান আবদুর রহমানের দেওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে। শুক্রবার দিনব্যাপী তাকে গ্রেফতারের জন্য অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ। এরই মধ্যে গা ঢাকা দেন তিনি।
মোঃ সামছুল হক শামীম
+ There are no comments
Add yours