রশিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৩-২০২৪ইং সালের উন্মুক্ত বাজেটের আলোচনা সভা রবিবার অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ ফজলুল হক, বাজেট পড়ে শোনান, রশিদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফজলুল করিম।

বাজেট সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনসহ সকল সদস্য, রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৩-২০২৪ইং সালে মোট বাজেট দেখানো হয় ২ কোটি ৬৭ লক্ষ ৩৭ হাজার ৯৯০ টাকা এবং ঐ টাকাই ব্যয় দেখানো হয়েছে। যার মধ্যে রয়েছে কৃষি ও সেচ, ভৌত অবকাঠামো, সম্মানী ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, শিক্ষা, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, মহিলা, যুব ও শিশু মানবসম্পদ উন্নয়ন, পানি সরবরাহ এবং অন্যান্য সকল খরচ সহ এই বাজেট প্রণয়ন করা হয়। রাজস্ব আয়ের মধ্যে রয়েছে কর, ইজারা, লাইসেন্স ও পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি ও অন্যান্য।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময়মতো কর পরিশোধ করবেন।

তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। ইউনিয়নে বিভিন্ন কাঁচা রাস্তা সংষ্কার, কালভার্ট, ব্রীজ নির্মাণ, কৃষি সেচে সহযোগিতা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, যুব ও মহিলা বেকারদের কর্ম সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই বাজেট সভায় তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours