কুড়িগ্রামসহ ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

Estimated read time 0 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামসহ দেশের ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা ভূমি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামসহ একযোগে বৃহত্তর রংপুর বিভাগের কয়েকটি জেলার রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এবং কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা জানান, কুড়িগ্রামে ইতোমধ্যেই অনলাইনে মোট ৯ লক্ষ ৩৬ হাজার ৫৭৪টি খতিয়ান অন্তর্ভর্ূক্ত করা হয়েছে। অনলাইনে আবেদন পাওয়া গেছে ৮হাজার ৯৬৫টি।

বিতরণ করা হয়েছে ৬হাজার ১৫৪টি। ম্যানুয়াল পদ্ধতিতে রেকর্ডরুম শাখার কার্যক্রম পরিচালনায় গ্রহিতাদের সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা লেগেছিল। ডিজিটাল রেকর্ডরুম চালু হলে দ্রুততম সময়ে কাঙ্খিত সেবা পাবেন গ্রহিতারা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours