হাজীদের জমজম কূপের পানি সরবরাহ করতে সৌদি আরবের হজ অফিস থেকে ১ লাখ ২৯ হাজার ৭৫২ লিটার জমজমের পানি কেনা হয়েছে। ই-হজ সিস্টেমের মাধ্যমে এ পানি কিনে ইতোমধ্যে মূল্য পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। হজ শেষে ফেরার সময় হাজীদের জমজমের পানির ৫ লিটারের একটি করে বোতল দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাজীদের বহনকারী তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে এ পানি বণ্টন করা হবে। সে হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৬৮ হাজার ২৫২ লিটার, সৌদি এয়ার লাইন্সকে ৪১ হাজার ৫০০ লিটার এবং জিএসএ ফ্লাইনাসকে ২০ হাজার লিটার পানি বরাদ্দ দেওয়া হয়েছে।
হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে হজযাত্রীর সংখ্যা অনুযায়ী পানি সরবরাহের পর অতিরিক্ত জমজম পানি বুঝে নেওয়া প্রয়োজন।
+ There are no comments
Add yours