নোয়াখালীর সদর উপজেলায় চেয়ারম্যানের বাড়ির সালিশ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হওয়া সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. দুলাল (৪৭) মারা গেছেন।
আজ (২৯ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ মে রাতে উপজেলার আন্ডারচর ইউনিয়ন বাংলাবাজারের পূর্বপাশে জাকিরের বাড়ির সামনে তিনি গুলিবিদ্ধ হন। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন দুলালের অপর দুই সহযোগী।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও নিহতের চাচাত ভাই মো. হানিফ দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত হাজী মো. দুলাল ওরফে দুলাল মেম্বার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
সুধারাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, দুলাল মেম্বার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মা বাদী হয়ে সোমবার সকালে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
ঐ মামলায় ঘটনার দিন একজনকে এবং সোমবার আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
+ There are no comments
Add yours