চার মাস আগে হারিয়ে যাওয়া মো. উজ্জ্বল হোসেন (৯) নামের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গতকাল (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উজ্জ্বল হোসেন গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর মো. হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম রেলস্টেশন চত্বরে উজ্জ্বল হোসেন নামের শিশুটি এলোমেলোভাবে চলাফেরা করছিল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারছিল না। এসপি স্যারের নির্দেশে অনেক খোঁজ করে শিশুটির পরিবারের সন্ধান পাই। পরে শিশুটির পরিবার কুড়িগ্রাম থানায় এলে শিশু সুরক্ষা সমাজকর্মী মো. রবিউল ইসলামের উপস্থিতিতে শিশুটিকে নতুন জামাকাপড় পরিয়ে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। এরকম মানবিক কাজ করতে পেরে ভালো লাগছে।
+ There are no comments
Add yours