
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. মোহসেন ওরফে জীবন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ (২ জুন) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. মোহসেন ওই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি জীবন মামলার পর থেকে পলাতক ছিলেন।
শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours