
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে সাইদুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল (১ জুন) রাত ১১টায় উপজেলার ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সাইদুল ছনহরার ৮ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন, সাইদুলের মায়ের সঙ্গে লেনদেন নিয়ে অনেকের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরে হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহম্মেদ আবির, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours