
কুড়িগ্রামের উলিপুরে ৪’শ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল (২৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (২ জুন) সাড়ে ১১টায় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রাম থেকে তাকে আটক করা হয়। সরবেশ ওই ইউনিয়নের মশালের চর এলাকার আরফান মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি টিম ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দূর্গম চরাঞ্চলে বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রামের মুদি দোকানের পূর্বে ফাঁকা জায়গা থেকে ৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরবেশ মন্ডলকে আটক করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours