সারাদেশে বৃক্ষরোপণ অভিযানে আনসার-ভিডিপি

Estimated read time 1 min read
Ad1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আজ (৫ জুন) সকাল ১০টায় রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা, থানা ও ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা, ক্লাব-সমিতির প্রাঙ্গণসহ বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করতে হবে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।

এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালকসহ (প্রশাসন) অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ভিডিও টেলিকনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে ৯টি রেঞ্জ কার্যালয়, ৪২টি ব্যাটালিয়ন ও ৬৪টি জেলাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ইউনিট সংযুক্ত ছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours