শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

Estimated read time 1 min read
Ad1

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর পুত্রবংশীয় আওলাদ অছিয়ে গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মীনি, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাতা এবং কুতুবুল আকতাব হযরত শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র কনিষ্ঠ কন্যা উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)’র ওফাত বার্ষিকী আগামীকাল (৬ জুন)।

আগামীকাল মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে পারিবারিক আবহে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষ্যে গত ৪ ও ৫ জুন গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’ এর পক্ষ হতে হাটহাজারী উপজেলাধীন ৪০টি এতিমখানা ও হেফজখানার নিবাসীদের মাঝে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি পালন করা হয়। 

উল্লেখ্য, গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’র পক্ষ হতে গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর মহান ১০ই মাঘ উরস শরিফ ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষ্যে প্রতিবছর ফটিকছড়ি উপজেলার ৬০টি রেজিস্টার্ড এতিমখানা ও হেফযখানায় এক বেলার খাবার বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours