বস্তিবাসীদের জন্য ১০০১টি ফ্ল্যাট নির্মাণ হচ্ছে

Estimated read time 1 min read
Ad1

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানিয়েছেন, রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরের বস্তিতে জীবিকার তাগিদে মানবেতর জীবনযাপন করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করছে বর্তমান সরকার।

মঙ্গলবার (৬ জুন) সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ প্রকল্পে প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীদের জন্য ১০০১টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

সরকার দলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের অংশ প্রথমে হিসেবে মিরপুর-১১ নম্বরে ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

মুজিববর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী ২০২১ সালের ৩ আগস্ট এ প্রকল্পের ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র বস্তিতে বসবাসকারী ৩০০ পরিবারের মাঝে হস্তান্তর করেন। চলতি বছর এ প্রকল্পের অবশিষ্ট ২৩৩টি ফ্ল্যাট বস্তিবাসীদের মধ্যে বরাদ্দপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours