ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’।
আজ (৬ জুন) দিবসটি উপলক্ষ্যে ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, বৃক্ষরোপণ ও সেমিনার। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল এলাকায় একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিন। এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্লাস্টিক ও প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান ঢাবি উপাচার্য। তিনি বলেন, পরিবেশের জন্য প্লাস্টিক এখন বড় হুমকি। পরিবেশ দূষণ রোধে সুষ্ঠু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
+ There are no comments
Add yours