অটোরিকশা কেনার জন্য জমি বিক্রি করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। জমি বিক্রির চার লাখ টাকা ব্যাংক থেকে তুলে একটি ব্যাগে ভরে অটোরিকশায় করে ময়মনসিংহের শম্ভুগঞ্জে ফিরছিলেন তিনি।
ভুল করে সেই ব্যাগটি না নিয়েই অটোরিকশা থেকে নেমে যান তিনি। পরবর্তীতে সেখানে সেই অটোরিকশাটি আর পাননি রফিকুল। বিষয়টি পুলিশকে জানালে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গতকাল (৬ জুন) রাতে কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী রফিকুল ইসলামের হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সাধারণ ডায়রির তদন্তকারী কর্মকর্তা এসআই ত্রিদীপ ও এএসআই ফরহাদ হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রিকশাচালককে শনাক্ত করে তার হেফাজতে থাকা টাকার ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সাথে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ।
+ There are no comments
Add yours