র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, গণতান্ত্রিক দেশে বিরোধী দল আন্দোলন করবে এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে এ দেশের কোনো সম্পদ কেউ ধ্বংস করতে পারে না।
সাধারণ মানুষের জীবনযাত্রাকে কেউ ব্যাঘাত ঘটাতে পারে না। এই অধিকার কারও নেই। কেউ যেন এরকম না করতে পারে তাই আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম।
আজ (৭ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
দ্বিতীয় মেয়াদে মহাপরিচালকের দায়িত্ব পাওয়া নিয়ে তিনি বলেন, গত বছর আমি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলাম। সরকারি বিধি অনুসারে আমার এ বছর চাকরির মেয়াদ শেষ হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন।
আজ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। সকলের কাছে দোয়া চাই। সামনে যে চ্যালেঞ্জ আসছে আমি যেন আমার সহকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন অগ্রযাত্রা তা যেন অব্যাহত রাখতে পারি।
+ There are no comments
Add yours