বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সঙ্গে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ (৭ জুন) নগরের লালদীঘির মাঠে ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চসিক মেয়র ও কাউন্সিলরা।
এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামেই প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ছয় দফার কারণে চট্টগ্রামের নাম সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, মো. আবদুস সালাম, এম আশরাফুল আলম ও নূর মোস্তফা টিনু।
+ There are no comments
Add yours