দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় মডেল ও স্মার্ট বাংলাদেশে পদার্পনের অংশ হিসেবে লোকাল গর্ভানমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্প (LGCRRP)এর আওয়ায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন ওয়ার্ডের সাব প্রজেক্টসমূহ উদ্বোধন করলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আইয়ুব বাবুল।
উদ্ভোধনকৃত প্রকল্প গুলোর মধ্যে, পৌর কবরস্থানে মাঠি ভরাট, বাউন্ডারি ওয়াল,ওয়াকওয়ে নির্মাণ এবং লাইটিং স্থাপনের কাজ, ওখারা উত্তর পাড়া সড়ক মেরামতের কাজ, খাস্তগীর পাড়া সড়ক মেরামতের কাজ, গুয়াদন্ডী সড়ক মেরামতের কাজ, এস আলম বাড়ি হতে হাবিবুর পাড়া সড়ক মেরামতের কাজ,পোস্ট অফিস সড়ক মেরামতের কাজ, পাইক পাড়া কালি বাড়ি সড়ক মেরামতের কাজ, নতুন থানার হাট আরসিসি দ্বারা উন্নয়ন এর কাজ।
এতে অন্যান্যর মাঝে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইন্জিনিয়ার রূপক কুমার সেন,কামাল উদ্দিন বেলাল,শফিউল আলম,গোফরান রানা,সরওয়ার কামাল রাজিব,জসিম উদ্দিন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার,ইয়াছমি আক্তার, ফেরদৌস বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, মাওলানা মুহাম্মদ শহীদুল হক হোসাইনী, জাকির হোসেন, আব্বাস, শহীদুল ইসলাম সহ প্রমুখ।
+ There are no comments
Add yours