টাঙ্গাইলে ১৩ কিলোমিটার মহাসড়কের চারলেনের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা।
ভোররাত থেকে সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত সড়কের ১৩ কিলোমিটারে এই ভোগান্তি পোহাতে হয়।
গতকাল (৯ জুন) রাত ১টার দিকে মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত পিকআপ সড়কে উল্টে পড়ে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়েছে যায়। আজ (১০ জুন) ভোররাত হতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ সারির ফলে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়।
এদিকে মহাসড়কে যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর হয়ে ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে। তবে এই আঞ্চলিক সড়কে চলাচলের জন্য তিনটি পয়েন্ট থেকে চাঁদা তোলা হয়। সড়ক ব্যবহার করার জন্য পাথাইকান্দিতে সেতু কর্তৃপক্ষের টোল, পরিবহন শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদা ও ভুঞাপুর পৌরসভা কর্তৃক টোল আদায় করা হয়।
+ There are no comments
Add yours