৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সহায়তা প্রদান

Estimated read time 1 min read
Ad1

শিক্ষিত জাতি গঠনে ও আলোকিত এবং দক্ষ সমাজ বিনির্মাণে ট্রাস্টের মানবকল্যাণমূলক কর্মকান্ডগুলো প্রশংসনীয়
– সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান ১২ জুন ২০২৩ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোঃ তরিকুল আলমের সঞ্চালনায় ও এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাকিব হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলী আবরাহা দুলাল, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত হোসাইন। আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকান্ড আমাদের সমাজ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে এবং দক্ষ জনগোষ্ঠী তৈরীতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। সরকারের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরীর লক্ষ্যে ট্রাস্টের এই বহুমাত্রিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। এছাড়াও দক্ষ জনবল সৃষ্টিতে মাদরাসায় পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় শিক্ষিত হওয়ার উপর গুরত্বারোপ করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে ১টি মসজিদ পুনঃনির্মাণ, ২২টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খাতে ১৩ ব্যক্তিকে মোট ১৯,৪০,০০০ টাকার চেক প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours