গত শুক্রবার কক্সবাজারের বসতি বে রিসোর্টে স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের ২য় বার্ষিক কনফারেন্সের মাধ্যমে মোঃ রাজিব হোসেন রিফাত কে সভাপতি ও মোঃ মেহেরাজ আলী মুন্না কে সাধারণ সম্পাদক করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান ২০২৩-২০২৪ সেবাবর্ষের কমিটি ঘোষণা করেন।
উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কলাতলীস্হ হোটেল বসতি বে রিসোর্ট এর ব্যবস্হাপনা পরিচালক দেলোয়ার হোসেন, চন্দনাইশ সমিতি কক্সবাজার জেলার সভাপতি জনার নুরুল আফছার, আব্দুল হামিদ (সওঃ) শিখর এর উপদেষ্টা আমিরুল হোসাইন, যুগ্ম প্রতিষ্ঠাতা জয়ন্ত বড়ুয়া, ও সদ্য সাবেক সভাপতি আব্দুস সামাদ রিফাত সহ সকল সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা বলেন , দুইজন দক্ষ ও মেধাবী সংগঠক সভাপতি ও সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী । প্রসঙ্গত , চট্টগ্রামের ৫ টি উপজেলার ৫ টি শাখায় ৪ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে শিখর নেগেটিভ ব্লাড ব্যাংকের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহ, চন্দনাইশ হাশিমপুর এর পাহাড়ি অজপাড়া গাঁয়ে শিখর স্বপ্নপূরণ পাঠশালার মধ্য দিয়ে ৮০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করানোসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
কমিটি পরিচিতি-সংগঠনটির কমিটিতে সিনিয়র সহ- সভাপতি শাহেদ আলম নকীব,সহ-সভাপতি রিফাতুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ,অর্থ সম্পাদক মহিউদ্দীন রাজু, সাংগঠনিক সম্পাদক আল-শাহরিয়া রাফি,দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান রাজ,প্রকল্প পরিচালক আব্দুল হামিদ,নারী বিষয়ক সম্পাদক সানজিদা ইয়াছমিন নিঝুম,প্রচার সম্পাদক রাকিবুল হাসান নির্বাচিত হয় ও কার্য নির্বাহী সদস্য সাইফুল আলম তুষার। এছাড়া শাখা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন- চট্টগ্রাম শাখা পরিচালক রাফিয়া কাস্পী , চন্দনাইশ শাখা পরিচালক মামুনুর রশিদ, পটিয়া শাখা পরিচালক সাজ্জাদ হোসেন,আনোয়ারা শাখা পরিচালক মহিউদ্দীন নিবির
প্রজেক্ট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন-শিখর স্বপ্নপূরণ পাঠশালা পরিচালক নাসরিন জাহান নদী ,শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক পরিচালক নাফিসা সুলতানা নিলা, শিখর ক্ষুধার্তের জন্য খাদ্য পরিচালক আরাফাতুর রহমান।উল্লেখ্য, সংগঠন টি ২০১৭ সালে উত্তরবঙ্গে বন্যার্তদের সহযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
+ There are no comments
Add yours