লক্ষ্মীপুরের রামগতিতে মো. সুমন (৩৫) নামের এক গাছ ব্যবসায়ীকে শারীরিক নির্যাতনের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদী আব্দুল মাজেদ রাজীবকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জুন) বিকেলে ছাত্রলীগ নেতা রাজীব এ অভিযোগ করেন। ইউপি সদস্যের হুমকিতে তিনি আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।
ঘটনাটি তিনি মুঠোফোনে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকেও জানিয়েছেন। উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের সদস্য ও মামলার প্রধান আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
রাজীব চরবাদাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের আবুল বাশারের ছেলে।
রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মামলার বাদী আমাকে মুঠোফোনে হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এছাড়া আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছেন। অন্তর্বর্তীকালীন জামিন শেষে তাদেরকে নিম্ন আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জুন) রাতে সুমনের ভাই রাজীব বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেন। মামলায় ইউপি সদস্য আব্দুর রহিমসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
+ There are no comments
Add yours