ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
এ সময় তিনি বলেন, এই উপনির্বাচনে আমি প্রতিবাদের মশাল হিসেবে দাঁড়িয়েছি। এখানেও আমাকে হারানো হয় কি না দেখি।
আজ (১৫ জুন) আগারগাঁওয়ের জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
হিরো আলম বলেন, আমার সঙ্গে বিএনপি বা অন্য কোনো দল যুক্ত নেই। আমি স্বতন্ত্র প্রার্থী। বগুড়া উপনির্বাচনে আমাকে নয়-ছয় করে হারানো হয়েছে। এজন্য এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ হিসেবে।
এখানেও হারায় কি না দেখি, প্রতিবাদের মশাল হিসেবে ঢাকা-১৭ আসনে ভোট করছি। সুষ্ঠু নির্বাচন দেবে বলে আশা করছি।
+ There are no comments
Add yours