
হৃদরোগে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম।
আজ (১৮ জুন) খবর বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
জানা গেছে, হৃদরোগজনিত সমস্যার কারণে তাকে ১৮ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) হৃদরোগ বিভাগে ভর্তি করানো হয়। প্রাথমিক চেকআপের পর তাকে এনজিওগ্রাম ও হার্টে রিং পরানোর উদ্দেশ্যে দুপুরে পুনরায় সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়।
ডাঃ শেখ শফিউল আজম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী পর্ষদ সদস্য এবং খবর বাংলা ২৪ ডট নেট এর প্রধান উপদেষ্টা। তিনি নানা মানবিক কাজের মাধ্যমে চট্টগ্রামের মানুষের কাছে মানবিক ডাক্তার হিসেবে সুপরিচিত।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours