দেখতে দেখতে অনকটা বছর
পেরিয়ে গেল জীবন থেকে।
পুরনো সেই স্মৃতি বিজরিত
দিন গুলির কথা হঠাৎ মনে পড়ে গেল।
জানো বাবা আজ কেন জানি
তোমাকে বড্ড মনে পড়ছে।
মনে পড়ছে তোমার সঙ্গে কাটানো
সেই ফেলে আসা দিন গুলির কথা।
তোমার সঙ্গে জমিতে চাষাবাদ,
মাঠে গরু চড়ানো, মসজিদে
এক সঙ্গে নামাজ পড়তে যাওয়া
ইত্যাদি ইত্যাদি —!
ভুলিনি তোমার কঠোর শাসনের
কথাও।
একদিন স্কুল ফাঁকি দিলে তুমি
খাবার বন্ধ করে দেওয়ার
কথা মাকে বলতে।
আমার জন্য কতো বকুনি শুনতে
হতো মাকে।
তোমার ভয়ে সারাদিন বাড়িতে
আসতাম না।
সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসলে
মাকে জিজ্ঞেস করতে কোথায় গেছে
বাঁদরটা?
ভারা কান্ত হৃদয়ে আবার তুমিই খুঁজে
আনতে আমাকে।
আজ তুমি নাই। আমাদের ছেড়ে অনেক
অনেক দুরে না ফেরার দেশে চলে গেছ।
জানো বাবা তোমাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ।
বিদায় লগ্নে তুমি বলেছিলে আমাকে
নামাজ পড়ার কথা। তখন থেকেই
চেষ্টা করে যাচ্ছি তোমার দেয়া কথা রাখতে।
তাইতো আজও ভুলতে পারিনি তোমার
দেয়া আদেশের কথা।
+ There are no comments
Add yours