স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে আদালতের তিনতলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা আব্দুর রাজ্জাক রনি (২৬) নামের সেই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (১৯ জুন) সকালে তার বিরুদ্ধে মামলার পরেই সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে আদালত তাকে জামিন দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গতকাল রোববার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। পরে আদালত পুলিশের এক উপ-পরিদর্শক বাদী হয়ে সোমবার (১৯ জুন) সকালে সিরাজগঞ্জ সদর থানায় ৩০৯ ধারায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পরপরই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে আদালতের বারান্দার তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আব্দুর রাজ্জাক রনি।
এ ঘটনায় রোববার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন এই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন।
+ There are no comments
Add yours