কুড়িগ্রামের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের গাবের তল এলাকায় রোডেম ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় চিলমারী উপজেলায় ২০জন প্রতিবন্ধি ব্যাক্তিদের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার এবং খাদ্য সামগ্রি (চাল, ডাল, তেল, লবন, বিস্কুট, সাবান, ব্রাশ-পেষ্ট) বিতরণ করা হয়।
এছাড়াও বিগত বছরেও যাদের মধ্যে হুইল চেয়ার দেওয়া হয়েছিলো তাদের ফলো-আপ করার জন্য ৩৭ জন প্রতিবন্ধীকে ও খাদ্য সামগ্রি (চাল, ডাল, তেল, লবন, বিস্কুট, সাবান, ব্রাশ-পেষ্ট) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, রোডেম ফাউন্ডেশনের-ন্যাশনাল ডিরেক্টর মি. ডোসেয়গ হং, প্রজেক্ট ডিরেক্টর মি.জুন মিনসু, বিজনেস ম্যানেজার মি. ডেভিড হালদার, প্রকল্প ম্যানেজার মি. বাবলু রিবেরু, চিলমারী প্রকল্প অফিসার মো: আতাউর রহমান প্রমুখ।
+ There are no comments
Add yours