জামালপুরের বকশিগঞ্জ সাংবাদিক গােলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যায় জড়িতদের দৃষ্টাÍমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকালে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মােড়ে উলিপুরের সকল সাংবাদিকদের ব্যানার এ মানববন্ধন করা হয়।
এ সময় প্রসক্লাব উলিপুরের আহবায়ক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উলিপুর প্রসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরুল হানান, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল আলম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালক, মিজানুর রহমান লিটন, চদন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক গােলাম রাব্বানী নাদিম হত্যার তীব্র নিদা ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সকল স্ত্রাসী বাহিনীর দষ্টাÍমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিট ও ইলকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্তিত ছিলেন। উল্লখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের উপর হামলার ঘটনা ঘটে। বহস্পতিবার বলা ১১টার দিকে ময়মনসিংহ মডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পনে ৩টার দিকে তিনি মারা যান। শনিবার (১৭ জুন) দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করন।
এই মামলায় প্রধান অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়নর চয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১১জন আসামিক গ্রফতার কর পুলিশ ও র্যাব।
+ There are no comments
Add yours