প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Estimated read time 0 min read
Ad1

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আ. রউফ।

তাকে সাময়িক বরখাস্ত করে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. রউফের বিরুদ্ধে অন্যের জমি হারি না দিয়ে জোর দখলের মাধ্যমে কয়েকটি ডিড বিহীন মৎস্য ঘেরের মালিক হওয়া, প্রকাশ্য জনসভায় সাতক্ষীরাকে অচল করার ঘোষণা দেওয়া, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কটূক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ি পুড়িয়ে দিয়ে ২০১৩/১৪ সালের মতো রাস্তাঘাট ও গাছপালা কেটে অবরোধ সৃষ্টি করে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান স্থানীয় সরকার সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় সাতক্ষীরার জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours