২০২৩-২৪ অর্থবছরের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ১ হাজার ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে।
আজ (২১ জুন) আন্দরকিল্লায় চসিকের পুরাতন ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
একই সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের ১ হাজার ১৭৬ কোটি ২৮ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। যদিও গত অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা।
এবারের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা, যা প্রস্তাবিত ব্যয়ের সমান। অর্থাৎ কোনো ঘাটতি রাখা হয়নি। এর মধ্যে উন্নয়ন অনুদান খাত থেকে সর্বোচ্চ ৮৯৪ কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে।
হাল কর ও অভিকর খাতে ২২৪ কোটি ১৫ লাখ টাকা আয় ধরা হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর বকেয়া কর খাতে ২২২ কোটি ৩৫ লাখ এবং অন্যান্য কর খাতে ১৯৩ কোটি টাকাই মূল আয়ের উৎস।
বাজেট অধিবেশন শেষে মেয়র রেজাউল করিম সাংবাদিকদের বলেন, বাজেটে প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হয়েছে। তাই গত বছরের চেয়ে কম আকারের বাজেট ঘোষণা করা হয়েছে। চসিকে প্রকল্প ছাড়া তেমন কোনো বরাদ্দ দেওয়া হয় না। একারণে নিজেদের আয় থেকে ব্যয় করতে হয়।
আয় বাড়ানোর জন্য চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর কর আরোপের অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি দেওয়া হয়েছে। অনুমতি পেলে সরকারি বরাদ্দের ওপর নির্ভরশীল থাকতে হবে না।
+ There are no comments
Add yours