চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় মো. আলমগীর (৬০) নামে এক পান বিক্রেতাকে পিটিয়ে মারার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি এনামুল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল (২০ জুন) বরিশাল শহরের কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল নগরের উত্তর পতেঙ্গা থানা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেলের মালিক।
র্যাব জানায়, গত ৮ জুন এনামুল ও তার দোকানের কর্মচারীদের পিটুনিতে আলমগীর মারা যান। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার মো. হাসানের ছেলে। তবে তিনি উত্তর পতেঙ্গা চরপাড় আবদুস সালামের ভাড়া ঘরের দ্বিতীয় তলায় থাকতেন। তিনি একাই সেখানে থাকতেন এবং পতেঙ্গা এলাকায় ঘুরে ঘুরে পান-সিগারেট বিক্রি করতেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত এনামুল পলাতক ছিলেন। তিনি বরিশালে লুকিয়ে আছেন এমন তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours