
কক্সবাজারে কালু (৩০) নামে এক যুবককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আজ (২৩ জুন) সকালে সদর উপজেলার খুরুশকুল আশ্রয় প্রকল্পের বশিরপাড়ার বিলে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত কালু কক্সবাজার শহরের ইসলামপুরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। খুরুশকুল ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট মরদেহটি উদ্ধার করে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা সিআইডির পরিদর্শক মৃতশ্রী বড়ুয়া জানান, নিহতের বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours