ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Estimated read time 0 min read
Ad1

ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফেরায় এবার বেগ পোহাতে হচ্ছে না ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মানুষদের।

 যানজট আর ভোগান্তিবিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নিয়ন্ত্রণাধীন ২১ কিলোমিটার মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

আজ (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের কুমিল্লা রিজিয়নের অংশে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। ঢাকা পোস্টকে বিষয়গুলো নিশ্চিত করেছেন যাত্রী, চালক এবং হাইওয়ে পুলিশ।

অপরদিকে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রহমত উল্লাহ ঢাকা পোস্টকে সেসব পরিকল্পনার কথা জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, মহাসড়কে যানের জটলা ও ধীরগতির কারণ নিরূপণ করা হয়েছে। কারণ নির্ণয় করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেসব পরিকল্পনায় কাজ করা হচ্ছে মহাসড়কে। ফলে মহাসড়কে কোনও যানজট বা ধীরগতি নেই।

আসন্ন ঈদুল আজহায় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের ৮২১ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে রিজিয়নের ২২টি থানায় ৬৬টি পেট্রোল টিমের পাশাপাশি কোনো ইমার্জেন্সি সামাল দিতে রাস্তায় ৩০টি কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours