৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ (২৬ জুন) মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ ফাইনালে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়রস কাপ ২০২৩ এর ক্রিকেটের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৩৯নং ওয়ার্ড এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৩৭নং ওয়ার্ড।
আতিকুল ইসলাম বলেন, নগরবাসী সহযোগিতা করলে কোরবানির বর্জ্য অপসারণ আর তেমন বড় চ্যালেঞ্জ না। কোরবানির পরই পানি দিয়ে রক্ত পরিষ্কার করে ফেলুন। গত বছর সবার সহযোগিতায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। এ বছর ঈদের দিন দুপুর থেকে শুরু করে রাত ১০টার মধ্যে ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি মো. কাজী নাবিল আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাসেক প্রমুখ।
+ There are no comments
Add yours