চট্টগ্রামে আরেক আইপিটিভি কার্যালয়ে অভিযান

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরে গড়ে ওঠা চট্টলা টিভি নামে আরেক আইপিটিভি কার্যালয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

আজ (২৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন। এ সময় অননুমোদিত অনলাইন টিভি কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক অননুমোদিত আইপিটিভি বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার চট্টলা টিভি নামে একটি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। টিভিটি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে কাজ করার নামে চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ (২০২০ সালে সংশোধিত) এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ লঙ্ঘন করে করে গড়ে ওঠা এসব ভুঁইফোড় অনলাইন সংবাদ গড়ে উঠেছে। এসব বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours