কমলাপুরে যাত্রী হয়রানি : র‍্যাবের অভিযানে জরিমানা ১ লাখ

Estimated read time 0 min read
Ad1

ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় ঘরমুখী মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব। 

গতকাল (২৬ জুন) রাতে র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে যাত্রী হয়রানির বিভিন্ন অভিযোগে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, কমলাপুর রেলস্টেশনের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বেশি দামে বিক্রি, বিভিন্ন পরিবহন কর্তৃক রেল স্টেশনগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে এই জরিমানা আদায় করা হয়।

এর আগে সোমবার ঘরমুখী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে কমলাপুর রেলস্টেশন এলাকায় র‍্যাবের নেওয়া পদক্ষেপ পরিদর্শনে যান সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এছাড়া যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র‍্যাব কন্ট্রোল রুম ও র‍্যাব টহল দলের সহায়তা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours