খুলনার কালিবাড়ি এলাকায় গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সন্ধ্যা ৬টার দিকে নগরীর বড়বাজার কালীবাড়ি এলাকার স্যার ইকবাল রোডের সিটি ব্যাংকের পেছনের গলিতে থাকা একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন পাশের আল আরাফা ইসলামী ব্যাংকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা চুনসহ মালামাল এবং পাশের আল আরাফা ইসলামী ব্যাংক খুলনা শাখার কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। বিস্তারিত পরে জানাতে পারব।
তিনি আরও বলেন, আগুনে গোডাউনের কিছু মালামাল ও ব্যাংকের ফরেন কারেন্সি বিভাগের ২/৩টি রেকের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মোট ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
+ There are no comments
Add yours