বেতন-বোনাস পায়নি ২ হাজার কারখানা শ্রমিক

Estimated read time 1 min read
Ad1

ঈদুল আজহার একদিন বাকি থাকলেও এখনো বোনাস হয়নি ৩৪৬টি বড় কারখানার শ্রমিকদের।

জুন মাসের ১৫ দিনের বেতন হয়নি ১ হাজার ৬৮৪টি কারখানায়। আর মে মাসের বেতন হয়নি ১০৩টি কারখানায়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেপজা, পাটকল এবং শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্পাঞ্চল পুলিশের সূত্র মতে, দেশে বর্তমানে ছোট-বড় মিলে ৯ হাজার ৯১৫টি কারখানা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (২৭ জুন) দুপুর ২টা পর্যন্ত বড় ৩ হাজার ১৬৪টি কারখানার মধ্যে ঈদের বোনাস দেওয়া হয়েছে ২ হাজার ৮১৮টিতে। যা শতাংশের হিসাবে ৮৯ দশমিক ৬ শতাংশ। ৩৪৬টি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। যা শতাংশের হিসাবে ১০ দশমিক ৯৪ শতাংশ। আর বাকি ৬ হাজার ৭৫১টি কারখানার সঠিক চিত্র জানা যায়নি।

৯ হাজার ৯১৫টি কারখানার মধ্যে বড় কারখানা রয়েছে ৩ হাজার ১৬৪টি। এর মধ্যে ২ হাজার ৬৮৪টি কারখানায় ঈদুল আজহার বোনাস দেওয়া হয়েছে। এখনো ৩৪৬টি কারখানার শ্রমিকদের বোনাস দেওয়া হয়নি।

এসব কারখানার মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত ১ হাজার ৬২৪ কারখানার মধ্যে বোনাস হয়েছে ১৪১২টি কারখানায়। ২১২টি কারখানায় এখনো ঈদ বোনাস দেওয়া হয়নি।

নিটওয়ার মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত ৬৯৯টি কারখানার মধ্যে ৬৪৬টি কারখানার শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। এখনো ৫৩টি কারখানায় ঈদ বোনাস দেওয়া হয়নি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ৩৫৯টির মধ্যে বোনাস দেওয়া হয়েছে ৩১৪টিতে। আর বোনাস দেওয়া হয়নি ৪৫টি কারখানা শ্রমিকদের। বেপজার ৩৯২টি কারখানার মধ্যে ৩৮০টির শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। এখনো বাকি রয়েছে ১২টি কারখানা।

পাটকল খাতের ৯০টির মধ্যে শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে ৬৬টি কারখানায়। এ খাতের বাকি রয়েছে ২৪টি কারখানার বোনাস। আর বাকি ছোট ৬ হাজার ৭৫১টির কী অবস্থা তা জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours