চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় সুমি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, কোরবানির ঈদে যৌতুক হিসেবে গরু না দিয়ে ছাগল দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তরা নিজেদের বাঁচতে আত্মহত্যা বলে প্রচার করছে।
গতকাল (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমি আক্তার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার মেয়ে। বছরখানেক আগে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সৈয়দ পাড়া এলাকার বাচা মিয়া হাজির বাড়ির ফরিদ আহমদের ছেলে কাতার প্রবাসী তাজুল ইসলাম ওরফে নয়নের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে। আপাতত গৃহবধূর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
+ There are no comments
Add yours