কোস্টগার্ডের অভিযানে পটুয়াখালীর কলাপাড়ায় ১০ লাখ (গলদা) চিংড়ির রেণু উদ্ধার করা হয়েছে।
উপজেলার উমেদপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এই রেণুসহ একটি ট্রাক ও ট্রাকের চালককে আটক করে নিজামপুর কোস্টগার্ড।
কলাপাড়ার উমেদপুর বাজারে একটি ট্রাকে অভিযান চালিয়ে ১৯টি ড্রামে আনুমানিক ১০ লাখ পিস (গলদা) চিংড়ি রেণু জব্দ করা হয়। তবে ট্রাক চালককে আটক করলেও রেণু পোনা পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা রেণু পোনার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি স্টেশান নিজামপুরের কন্টিজেন্ট কমান্ডার এসসিপিও (এক্স) এম মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালনা করি এবং আমরা একজনকে আটক করেছি। এই ট্রাক চালক এ ধরনের কাজে আবার লিপ্ত হলে আরও বড় ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours