চট্টগ্রাম চন্দনাইশ-সাতকানিয়া আংশিক চর খাগরিয়া রসুলপুর এলাকায় ৩মাসের অন্ত:সত্ত্বা তাহমিনা আহতারের তলপেটে লাঠির আঘাতে তার গর্ভে থাকা সন্তানের ভ্রুণ নষ্ট করায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
আজ ৭জুলাই সকালে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের স্থায়ী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অন্ত:সত্ত্বা তাহমিনা আকতারের স্বামী মো.ফোরকান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আহমদ নবীর ছেলে ফোরকান (৩২) এর সাথে একই এলাকার নজির আহমদ এর ছেলে বাদশা মিয়া (৫৫) ও তার তিন সন্তান রফিকুল ইসলাম সোহেল (২২),মো.তৌহিদুল ইসলাম (২৫),তারেকুল ইসলাম (১৮) এর সাথে দীর্ঘদিন ধরে বাড়ী ভিটের সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
উক্ত বিরোধের জের ধরে ঘটনারদিন রফিকুল ইসলাম সোহেল ও তার পিতা বাদশা মিয়া অশ্লীন ভাষায় তাদের গালিগালাজ করতে থাকেন। এতে ৩ মাসের অন্ত:সত্ত্বা তাহমিনা আক্তার কেন গালিগালাজ করছে কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তার বাড়ির উঠানে রাখা গাছের ডাল দিয়ে স্বজোরে আঘাত করে। অপরদিকে বাদশা মিয়া তার তলপেট লক্ষ করে লাথি মারলে তাহমিনা আক্তার মাঠিতে লুটে পড়ে।
পরে তার শৌরচিৎকার শুনে আশেপাশের মানুষ উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার গর্ভে থাকা ৩ মাসের সন্তানের ভ্রুন নষ্ট হয়ে যায়। ঘটনার পরে তাহমিনা আক্তার বাদী হয়ে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে একটি সিআর (মামলা নং-২৪৬/২৩) দায়ের করেন।
তিনি আরো বলেন,মামলা দায়ের করার কারণে পুনরায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘর ভাংচুর হুমকি-ধুমকি দিতে থাকেন এবং ঘরে আগুন দিয়ে ঝালিয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো.ফোরকান,তাহমিনা আক্তার,ফাহিমা সুলতানা আনিকা,নাইমুল ইসলাম,আবু তাহের,নুর হোসেন,সিরাজুল ইসলাম,ইসমাইল প্রমুখ।
+ There are no comments
Add yours