যশোর সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাবুল মুন্সির স্ত্রী মাহিমা (৬০), সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন, বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী রাইমা খাতুন (৩০), তার মেয়ে জেবা (৩), সেকেন্দারপুর গ্রামের হেলালের ছেলে হাসান ও হোসাইন এবং অজ্ঞাত পরিচয় ইজিবাইক চালক।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবুতলা এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর থেকে মাগুরাগামী একটি বেপোরোয়া গতির লোকাল বাস মাগুরামুখী একটি যাত্রীবোঝাই ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন নিহত হয়েছেন।
এদের মধ্যে একটি শিশুও রয়েছে।নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটকে অভিযান অব্যহত রয়েছে।
+ There are no comments
Add yours