সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
আজ (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-জাফলং সড়কের দরবস্তস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মোশদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজম্মিল আলীর পুত্র হাজী নুর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর পুত্র আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের পুত্র মো. কামাল (২৫) ও দীঘিরপার গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র মতিন(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে (টমটম) চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক মোড়ল।
+ There are no comments
Add yours