চন্দনাইশ শুক্লাম্বর দিঘীতে বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

জেলা প্রশাসন- চট্টগ্রাম এর উদ্যোগে ২০২৩ সালে চট্রগ্রাম জেলায় ২৩ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে, চন্দনাইশ উপজেলার আলোকিতজন, প্রকৃতি প্রেমী, সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস এর উদ্যোগে এবং চন্দনাইশ উপজেলা কৃষি ্সম্প্রসারণ অধিদপ্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, পটিয়া রেঞ্জ এর সার্বিক সহযোগিতায় আজ ৯ জুলাই’২৩ রবিবার সকালে চন্দনাইশের আধ্যাত্মিক পীঠস্থান শুক্লাম্বর দিঘীতে, শুক্লাম্বর দিঘীর ব্যবস্থাপনা কমিটির একান্ত আপ্রানতায় দুই শতাধিক ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপন কার্যক্রমের আয়োজন করা হয়।

এ-উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে, বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্যোক্তা প্রকৃতি প্রেমী ও সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, কৃষি অফিসার মোঃ আজাদ হোসেন, চন্দনাইশ উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও পটিয়া রেন্জ, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা, ফরেস্টার খোন্দকার মাহবুবুর রহমান। শুক্লাম্বর দিঘী পরিচালনা পর্ষদের সভাপতি হারাধন দেবের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্মলেন্দু ধর, চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য ও শিক্ষানুরাগী, সমাজ সেবক আহসান ফারুক, সংগঠক ও সমাজ সেবক বলরাম চক্রবর্তী, চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সঞ্চিতা বড়ুয়া, প্রাক্তন ইউপি সদস্য ও সমাজ কর্মী অমর ভট্টাচার্য, মিশুক কানুনগোয়, তরুণ সমাজ কর্মী স্নেহাশিস বিশ্বাস টুনু, অসীম ভট্রাচার্য ও শুক্লাম্বর দিঘী’র অফিসিয়াল ব্যবস্থাপক বাবলা দত্ত, সহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ। সভায় আলোচকবৃন্দ বলেন নির্মল পরিবেশ ও সুস্থ জীবনের চাহিদায় পরিবেশ সুরক্ষা রাখার জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই প্রকৃতি, বন সংরক্ষণের প্রতি দায়িত্বশীল ভূমিকা সকলের জরুরি।

সভায় বক্তারা আরো বলেন প্রকৃতিপ্রেমী দেবাশীষ কান্তি বিশ্বাস প্রতি বছর নিজ উদ্যোগে এবং আলোকিত জনদের সাথে নিয়ে পরিবেশ সুরক্ষায়- স্কুল, কলেজের শিক্ষার্থীদের কে এবং সংগঠন পর্যায়ে পরিবেশ বিষয়ে অনুপ্রানিত করে তোলার লক্ষ্যে সেমিনার, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ সহ, বৃক্ষের চারা বিতরন ও বিদ্যালয় অঙ্গনে চারা রোপন কার্যক্রম চলমান রেখেছেন, যা আমাদের অনুকরণীয়। এভাবে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে উদ্যোগী হয়ে উঠতে পারি পরিবেশ সুরক্ষায়।

উদ্বোধনী আলোচনা শেষে শুক্লাম্বর দিঘীর পাড়ে ফলজ, ঔষধি গাছের চারা রোপন কার্যক্রমে অংশগ্রন করেন উদ্বোধক বৃন্দ, আলোচকবৃন্দ এবং স্থানীয় সংগঠন ও যুবসমাজ। বৃক্ষগুলোকে সংরক্ষণ এবং পরিচর্যার জন্য শুক্লাম্বর দিঘী ব্যবস্থাপনা কমিটি ও চন্দনাইশ কৃষি বিভাগ বিশেষ মনিটরিং সুপারভিশন এবং প্রযুক্তিগত সহযোগিতার পদক্ষেপ গ্রহন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours