কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন বছর ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।
রোববার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক হুমায়ুন কবির লেবু, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের নাজিউর রহমান স্বাধীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,তিন বছর আগে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অ্যাম্বুলেন্স চালক ব্যক্তিগত কারণে বিবাদে জড়ান। সেই ঘটনা গড়ায় মামলা-মোকদ্দমায়।
এরপর থেকেই উপজেলাবাসি সরকারি অ্যাম্বুলেন্স সেবা হতে বঞ্চিত। বিগত তিন বছর ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে কাউকে ফুলবাড়ী থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা রংপুরে নিয়ে যেতে দ্বিগুণের বেশি ভাড়া দিতে হয়।
জরুরী প্রয়োজনে অনেক সময় পাওয়া যায় না বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন। ফলে রোগীকে নিয়ে চরম দুর্দশায় পতিত হতে হয়। রোগীকে যথাসময়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে না পারায় অহরহই ঘটছে প্রাণহানির ঘটনা। দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় ক্ষোভ জানিয়ে বক্তারা আরও বলেন, আপনারা ব্যক্তিগত বিবাদে জড়িয়ে ঝামেলা তৈরি করবেন আর উপজেলাবাসি সেবা বঞ্চিত থাকবে এটা আর মেনে নেওয়া হবে না। এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বন্ধ থাকা সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু করুন। নইলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
+ There are no comments
Add yours