পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের উন্নয়নের পালে বাতাস লেগেছে। এটা থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া ঠিক হবে না।
বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, শিক্ষা-সংস্কৃতির কল্যাণের জন্য আমাদের বৈশ্বিক উন্নয়নের প্রয়োজন আছে।
আজ (২১ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলার দশজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কুমকুম চন্দ, ইকবাল কাগজী, মো. আপ্তাব মিয়া, কাজলী রানি সাহা ও ডা. সালেহ আহমদ আলমগীরকে গুণীজন সম্মাননা-২০২১ প্রদান করা হয়। এছাড়া সুমন কুমার দাশ, মো. তফাজ্জল হোসেন, রূপশ্রী রায়, মো. কালা মিয়া ও অমিয়াংশু চৌধুরীকে গুণিজন সম্মাননা-২০২২ প্রদান করা হয়।
+ There are no comments
Add yours