চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালসহ ৯ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা করেছেন মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তি।
শনিবার (২২ জুলাই) হাটহাজারী থানায় মামলাটি দায়ের করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তিনি মীর হেলালের মালিকানাধীন একটি ভবনের কেয়ারটেকার এবং হাটহাজারী পৌরসভার ৭ নম্বর এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
মীর হেলাল বাদে মামলার বাকি আসামিরা হলেন, তকিবুল হাসান চৌধুরী ত্বকি (৩৮), জিএম সাইফুল (৪০), গিয়াস উদ্দিন (৫৫), মনিরুল ইসলাম জনি, মো. সাহেদ (২৪), মো. সাইফুল (২৫), এমরান শিকদার (৩৫) ও মিজান (২৩)। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৩, ৪৪৮, ৩৮৫, ৫০৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলার বিষয়ে জানতে বাদী নুরুল ইসলামকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
+ There are no comments
Add yours