চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টার ব্যবধানে এই তিন শিশুর মৃত্যু হয়।
এর মধ্যে আলমডাঙ্গা উপজেলায় পানিতে ডুবে ছয় মাস বয়সী শিশু ইয়াসিন, দামুড়হুদা উপজেলায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু রাশেদ (২) ও জীবননগর উপজেলায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে শিশু আয়েশা সিদ্দীকা (৫) নিহত হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আলমগীর হোসেনের ছোট ছেলে ইয়াসিন তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে একপর্যায়ে গড়াগড়ি দেওয়ার সময় খাটের পাশে থাকা মাছভর্তি বালতির পানির মধ্যে পড়ে যায় শিশু ইয়াসিন।
ঘুম ভেঙে ছেলেকে পানিতে দেখতে পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
অপরদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর স্কুলের সামনে ট্রাকচাপায় আয়েশা সিদ্দীকা (৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত স্কুলশিক্ষার্থী জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর স্কুলপাড়ার বকুল উদ্দীনের মেয়ে। সে কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
+ There are no comments
Add yours