ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীরা জীবনভর পরিবারে শ্রম দেন অথচ তাদের শ্রমের কোনো মূল্য নির্ধারণ করা হয় হয় না।
নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পরিবারে তাদের প্রতিটি কাজের মজুরি নির্ধারণ করতে হবে।
আজ (২৭ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, নারী অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হলে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। একজন নারী সারাজীবন পরিবারের জন্য কাজ করে অথচ তারা কোনো সম্পদের মালিক হয় না।
বিবাহ বিচ্ছেদের সময় চল্লিশ/পঞ্চাশ বছর আগের নির্ধারিত ৫ বা ১০ হাজার টাকা দেনমোহর দেওয়া হয়, আর কোনো সম্পদ পায় না অথচ প্রতিবছরই মুদ্রাস্ফীতি হচ্ছে কিন্তু দেনমোহরের পরিমাণের পরিবর্তন হয় না। তালাক দিলে মর্যাদার সঙ্গে দিতে হবে এবং অর্থনৈতিক বিষয়টি আমলে নিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সংসদ সদস্যগণকে ফুল দিয়ে এবং সাঁথিয়া শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা গান গেয়ে বরণ করে নেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্যগণ বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাঁথিয়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours