জামালপুর সদর উপজেলার নরুন্দি স্কুল এন্ড কলেজে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামসুল আলম বাবুল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির , সদর উপজেলা চেয়ারম্যান মোঃআবুল হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, নরুন্দি ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ভুট্টু,, খলিলুর রহমান, সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী মঞ্জুর মোরশেদ।
সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ ফরিদ হোসেন। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর সদর উপজেলা প্রকৌশলীর সহযোগিতায় প্রায় ৬২ লক্ষ টাকা ব্যয়ে এই মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ করা হয়। বাংলাদেশে মোট ৫টি মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ করার অনুমতি দেয় সরকার।
এরই ধারাবাহিকতায় জামালপুরের নরুন্দি স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, সরকার দেশের মানুষের কল্যাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগামীতে আরো ভালো কাজ করার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ক্যাপশন : জামালপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশে নবনির্মিত যাদুঘরের একাংশ।
+ There are no comments
Add yours